শিরোনাম
অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলীনি রঞ্জন সরকারের বাড়ী
স্থান
সাজিউড়া, ১১নং চিরাং ইউনিয়ন।
কিভাবে যাওয়া যায়
কেন্দুয়া উপজেলা বাস ষ্টেশন থেকে পূর্ব দিকে এসে চিরাং মোড়, চিরাং মোড় থেকে একটু বা দিকে সাজিউড়া মোড়ের অবস্থান। সাজিউড়া মোড় থেকে সোজা পূর্বদিকে (প্রায়) ৩কিলোমিটার দুরে একটু বাঁ দিকে তাকালেই দেখা যাবে নলিনী রঞ্জন সরকারের সেই পরিত্যক্ত পুকুর ঘাট । তারপর পায়ে হেঁটে সামনে আসলেই দেখা যাবে নলিনী রঞ্জন সরকারের সেই পুরাতন পরিত্যক্ত ভবনের অবস্থান। ভবনের সামনেই অবস্থান তার পৈত্রিক সম্পত্তির একাংশ বড় একটি পুকুর। পুকুরের পূর্ব দিকে আছে একটি পরিত্যক্ত চেক পোষ্ট।
(ইংরেজী অনুবাদ): Kendua district in the east of the bus station and turn Chirang, Chirang intersection or at a crossing position sajiura. Sajiura turn straight to the east (almost) 3 km away, a little left Nalini Ranjan looking at the pond in the desert gorge. Nalini Ranjan really be seen walking in front of the government's position in the old abandoned building. Part of the building is a large pond in front of the location of his ancestral property. Abandoned on the east side of the pond there is a check post.
ভাড়াঃ সিএনজি/ রিক্সা যোগে ভাড়ার হার- ২০টাকা। (জনপ্রতি সিএনজি যোগে) ভাড়ার হার - ৩০ টাকা।
বিস্তারিত
জন্ম পরিচয়ঃ বঙ্গজননীর কৃতি সন্তান নলিনী রঞ্জন সরকার মহাশয় ময়নমসিংহ জেলার কেন্দুয়া উপজেলাধীন, চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে ১৮৮২ সালে ৪ই মার্চ মাসের রোজ শুক্রবার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম ছিল চন্দ্রনাথ সরকার এবং মাতা সৌভাগ্য গর্বিতা প্রসন্নময়ী দেবী। তাঁহারা উভয়ই ধর্মপ্রাণ বাঙ্গালী ছিলেন।
অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী, কলিকাতা কর্পোরেশনের এককালীন মেয়র ও হিন্দস্থান জীবন বীমা কোম্পানীর মালিক নলিনী রঞ্জন সরকার এর পৈত্রিক নিবাস।