এই বিদ্যালয়টি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে অবস্থিত।খতিয়ান নং- ৪৪৮।দাগ নং- ২৮৪২।জমির পরিমান- .৫০ শতাংশ।বিদ্যালয়টি দ্বিতল ভবন। বিদ্যালয়ের দৈর্ঘ্য ৬২র্ প্রস্থ ২২র্ ,বারান্দা ৪৪র্ ´৭র্। শ্রেণীকক্ষ ৫টি। শিক্ষক কক্ষ ১টি। বালক বালিকা ও শিক্ষকগণের জন্য পৃথক পৃথক তিনটি টয়লেট আছে। নলকূপ ১টি। ফলজ বৃক্ষ ৩টি ও বনজ বৃক্ষ১২টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস