Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসিসি সভার সিদ্ধান্তসমূহ

 

এপ্রিল/১৩ মাসের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সভার কার্য বিবরণী।

সভাপতিঃ চেয়ারম্যান ১১নং চিরাং ইউ.পি

সভার স্থান - ইউ.পি কমপেস্নক্স

সভার তারিখ -১৬/০৪/২০১৩ইং , সময় -১১.০০ঘটিকা

উপস্থিত সদস্য বৃন্দ -পরিশিষ্ট (ক)

অদ্য ১১নং চিরাং ইউপির উন্নয়ন সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব, মশিউর রহমান ভূঞা ( লিটন ) এর সভাপতিত্বে ইউপি কমপেস্নক্স ভবনে অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় আসন গ্রহন করার পর উপস্থিত সদস্যগনকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরম্ন করেন এবং ইউপি সচিব জনাব মো: হাবিবুর রহমানকে সভা পরিচালনার জন্য অনুরোধ করেন।

ক্রমিক

নং

আলোচ্যসূচি

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্ব প্রাপ্ত সংস্থা ব্যক্তি

বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন

১নং আলোচ্যসূচী অনুযায়ী সভাপতি নির্দেশক্রমে ইউপি সচিব মো: হাবিবুর রহমান বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।

বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানোর পর সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

-

বিগত সভার সিদ্ধান্তসমূহ বাসত্মবায়ন অগ্রগতি

২নং আলোচ্যসূচী অনুযায়ী বিগত সভার সিদ্ধান্তসমূহ বাসত্মবায়ন অগ্রগতি সম্পর্কে উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বিস্তারিত আলোচনান্তে বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তাবায়ন অগ্রগতি সমেত্মাষজনক বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

-

বিভাগীয় আলোচনা

 

ক) পশুসম্পদ

সভায় ইউপির পশুসম্পদ বিভাগ সম্পর্কে আলোচনা উপস্থিত হলে ভেটেরেনারী এসিস্টেন্ট জনাব, নূরম্নল ইসলাম জানান যে, ইউপির বিভিন্ন গ্রামে গরম্ন/ছাগলের তড়কা ও বাদলা রোগ দেখা দেওয়ার পর যথাযথ পদক্ষেপ নেওয়ায় বর্তমানে তড়কা ও বাদলা রোগ নেই এবং ভবিষ্যতে যে কোন রোগ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

তড়কা,বাদলা রোগসহ খোরা রোগ না থাকায় উপস্থিত সকলেই স্বস্থি প্রকাশ করেন, ভবিষ্যতে উপরোক্ত রোগ দেখা দিলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়ার জন্য পশুসম্পদ অফিসকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

পশুসম্পদ অফিস

 

খ) জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য বিষয়ে আলোচনায় ইউপি সদস্যগনের আলোচনার প্রেক্ষিতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের প্রতিনিধি ও কমিটির সদস্য জনাব মো: আঃ হামিদ শাহ জানান যে, ২০১১-২০১২ অর্থ বৎসরে এডিপির আওতায় আর্সেনিক মুক্ত ২০টি নলকূপ উপজেলায় বরাদ্দ এসেছিল তন্মধ্যে অত্র চিরাং ইউনিয়নে ২টি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বসানো হয়েছে এবং মহিলা সংসদ সদস্য মহোদয়ের বরাদ্দ হতে ১টি নলকূ্প বসানো হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় গুলিতে ল্যাট্রিন ও নলকূপ বসানোর জন্য জরিপ কাজ পরিচালিত হচ্ছে। ২০১২-২০১৩ অর্থ বৎসরের গভীর নলকূপের বরাদ্দ এখনও আসে নাই। উপযুক্ত বক্তব্যের উপর উপস্থিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় আর্সেনিক পরীক্ষার আলোচনাও হয়।

বিস্তারিত আলোচনার পর আগামীতে যাতে আরো বেশি করে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া সহ ইউপির সাধারণ নলকূপের আর্সেনিক পরীক্ষা করার ক্যাম্প করা যায় কিনা এই ব্যাপারে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আগামী সভায় অবগত করার সিদ্ধান্ত গৃহীত হয়।                      

জনস্বাস্থ্য

 

 

 

 

 

 

 

গ) পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনা বিষয়ে আলোচনায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পলাশ কুমার ধর জানান যে, আমাদের ইউনিয়নে সক্ষম দম্পতির সংখ্যা ৪২০২ জন । অক্ষম দম্পতির কোন হিসাব রাখা হয় না। কোন নারীর বয়স ৪৯ বছর হলে তাকে সক্ষম দম্পতির তালিকা থেকে বাদ দেওয়া হয়। বিভিন্ন রকম পদ্ধতি সম্পর্কে জনগনকে উৎসাহিত করে স্থায়ী/অস্থায়ী পদ্ধতি গ্রহনের পরামর্শ দিয়ে থাকি। এই ব্যাপারে সকল ইউপি সদস্যদের সহযোগিতা কামনা করি। উপরোক্ত বিষয়ে উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সক্ষম দম্পতিদের স্থায়ী পদ্ধতি গ্রহনের ব্যাপারে উৎসাহিত করায় জন্য সকলেই কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি/পরিবার পরিকল্পনা অফিস

 

(ঘ) কৃষি

কৃষি বিষয়ে আলোচনায় সহকারী কৃষি কর্মকর্তা জনাব মশিফুর রহমান জানান যে, বর্তমানে ইরি ধানের ব্যাপক চাষ হয়েছে। উক্ত ইরি ধানে বিভিন্ন ধরনের পোকার আক্রমন হলে কীটনাশক ব্যবহার না করে কিভাবে পোকা দমন করা যায় সেই ব্যাপারে কৃষকগণকে উৎসাহিত করে থাকি। উপরোক্ত বক্তব্যের উপর উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

ইরি ধানে যাতে পোকার আক্রমনে ক্ষতি না হয় এই ব্যাপারে লক্ষ রাখার জন্য সহকারী কৃষি অফিসারকে অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষি অফিস

 

(ঙ)এল.জি.ই.ডি

সভায় সভাপতি মহোদয় বলেন যে, পাকা রাস্তার সাইডগুলি অনেক জায়গায় ভেঙ্গে গিয়াছে। সভাপতি মহোদয়ের উপরোক্ত বক্তব্যের পর কমিউনিটি অর্গনাইজার জানান যে, পাকা রাস্তার ঢাল মেরামতের জন্য ১০ জন মহিলা কর্মরত আছে। তাদের কাজ যাতে সঠিকভাবে তদারতী করা হয় সুপারভাইজারকে নির্দেশ দিবেন বলে আশ্বাস দেন। তাছাড়া সাজিউড়া কেন্দুয়া রাস্তা সংস্কারের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে।

রাস্তার মহিলারা যাতে সঠিক ভাবে কাজ করে সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এল.জি.ই.ডি/ইউপি.

 

(চ) বি.আর.ডি.বি

বিআরডিবি আলোচনায় মাঠ সংগঠক জনাব হারিছ উদ্দিন জানান যে, চিরাং ইউপিতে মোট ২৮টি সমিতি রয়েছে এবং সেইগুলি সঠিক ভাবে পরিচালিত হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

বিস্তারিত আলোচনাতে আরও সমিতি বৃদ্ধি করার অনুরোধ করে সিদ্ধান্ত গৃহীত হয়।

বি-আর.ডি.বি

০৪

উন্নয়ন প্রত্যাশা

(ক) এডিপি

সভাপতি মহোদয় জানান যে, ২০১২-২০১৩ অর্থ বছরে এডিপি বাবদ ৫,৯০,০০০/= টাকা বরাদ্দ আছে। তন্মাধ্যে ১,০০,০০০/= টাকার কাজ পি.আই.সির মাধ্যমে করার জন্য পি.আই.সি গঠন করে দাখিল করা হয়েছে। বাকী ৪,৯০,০০০/= টাকার কাজ টেন্ডারের মাধ্যমে করা হবে। সভাপতি মহোদয়ের উপরোক্ত বক্তব্যের উপর উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলেচনা হয়।

বিস্তারিত আলোচনা করে যথা সময়ে কাজ সমাপ্ত করা সহ টেন্ডারের মাধ্যমে কাজগুলি যাতে সঠিক ভাবে করা হয় এই ব্যাপারে সকলেই লক্ষ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি

 

(খ) কাবিখা

কাবিখা সম্পর্কে সভাপতি মহোদয় জানান যে, ২০১২-২০১৩ অর্থ বৎসরে কাবিখার আওতায় ১ম পর্যায়ের ১০.০০ মে.টন ছাড়া রাস্তা উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ২য় পর্যায়ে ১০.০০ মে.টন গমের প্রকল্প দাখিল করা হয়েছে। সভাপতি মহোদয়ের উপরোক্ত বক্তব্যের উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

কাবিখার কাজগুলি যথা সময়ে সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পি.আই.সি

 

(গ) টি.আর

টি.আর এর আলোচনার সভাপতি মহোদয় জানান যে, ২০১২-২০১৩ অর্থ বছরে ১ম পর্যায়ে ১০.০০ মে.টন চাউল দ্বারা ৪টি প্রকল্প বাসত্মবায়ন করা হয়েছে। ২য় পর্যায়ে ১০.০০ মে.টন চাউল দ্বারা ৫টি প্রকল্প বাসত্মবায়নের জন্য প্রকল্প দাখিল করা হয়েছে সেগুলি রাসত্মবায়নের প্রক্রিয়াধীন আছে।

২য় পর্যায়ের ৫টি প্রকল্প যথা সময়ে বাসত্মবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

পি. আই.সি

 

(ঘ) ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্প

ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্প সম্পর্কে সভাপতি মহোদয় জানান যে, আমাদের ইউনিয়নের আগাম বন্যা ও জলা বদ্ধতা দূর করে বোর ফসল রক্ষার জন্য  ক্ষুদ্রাকার পানি উন্নয়ন উপ-প্রকল্প গ্রহন করা প্রয়োজন। সভাপতি মহোদয়ের উপরোক্ত বক্তব্যের উপর উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

(১) কাঠগরিয়া বেতাই উপ-প্রকল্প

(২) মৌভাঙ্গা কুড়দিঘা উপ-প্রকল্প গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রেরণের সিদ্ধান্ত হয়।

ইউপি

পরবর্তী সভার আলোচ্যসূচী নির্ধারণ

৫নং আলোচ্যসূচী অনুযায়ী পরবর্তী সভার জন্য নিমেণর আলোচ্য সূচীগুলি নির্ধারণ করা হয়।

১। বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন।

২। বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনা।

৩। বিভিন্ন বিভাগ/সংস্থা ওয়ারী কার্যক্রম বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা।

৪। ইউনিয়ন এলাকার সেবা সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা, উন্নয়ন সহযোগী কর্তৃক বাসত্মবায়নাধীন কর্মকান্ডের অগ্রগতি আলোচনা এবং পরিকল্পনা প্রণয়ন।

৫। পরবর্তী সভার আলোচ্যসূচী নির্ধারণ।

৬। বিবিধ।

পরবর্তী সভার ৬টি আলোচ্য বিষয় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।

 

বিবিধ-১

 

সভার উপস্থিত নারী প্রতিনিধি জাহানারা রোজী ইউপির প্রত্যেক উন্নয়নমূলক কাজে নারীদের অধিক হারে অংশ গ্রহন নিশ্চিত করার জন্য সভার প্রস্তাব করেন। নারী প্রতিনিধির উপরোক্ত প্রস্তাবের উপর উপস্থিত সদস্যগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনান্তে ইউপির উন্নয়নমূলক কাজে নারীদের অধিক হারে অংশগ্রহন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি

 

বিবিধ-২

বিবিধ আলোচনায় সভাপতি মহোদয় জানান যে, আমাদের ইউপিতে কর্মরত স্বাবলম্বী উন্নয়ন সমিতি গ্রাম আদালত পরিচালনার জন্য একটি এজলাস স্থাপন করে দিয়েছে। তাই ইউপির পক্ষ থেকে স্বাবলম্বী উন্নয়ন সমিতিকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন প্রস্তাব নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। 

বিস্তারিত আলোচনান্তে স্বাবলম্বী উন্নয়ন সমিতিকে ধন্যবাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

উন্নয়ন সমন্বয় কমিটি

 

বিবিধ-৩

সভাপতি মহোদয় জানান যে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের বিভিন্ন জায়গায় অশৃংখল ব্যক্তিবর্গ কর্তৃক সরকারী সম্পদের ক্ষতিসাধন ও সাম্প্রদায়িক স্থিতিশীলতা বিনষ্ট করা সহ বিভিন্ন ধরনের নাশকতা মূলক তৎপরতার সংবাদ পাওয়া যাচ্ছে। এমতাবস্থয় যাতে চিরাং ইউপি এলাকায় এধরনের কোন অপ-তৎপরতা/নাশকতা ঘটনা না ঘটে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম-পুলিশদের মাধ্যমে ইউনিয়ন আওয়াতাধীন এলাকায় নজরধারী বৃদ্ধিসহ যে কোন ধরনের অপতৎপরতার সংবাদ প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে তাৎক্ষনিক ভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

সকল সরকারী স্থাপনার প্রতি নজরধারী বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপি

 

অদ্যকার সভার অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

 

মোঃ মশিউর রহমান ভূঞা (লিটন)

সভাপতি

চেয়ারম্যান, ১১নং চিরাং ইউপি

কেন্দুয়া, নেত্রকোণা।

 

স্মারক নংঃ চিঃ/ইউপি/৩৮                                                                                   তারিখঃ ১২-০৩-২০১৩ খ্রিঃ

            অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ-

১। উপপরিচালক স্থানীয় সরকার, নেত্রকোণা।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কেন্দুয়া, নেত্রকোণা।

৩। উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া, নেত্রকোণা।

৪। .......................................................................................................... সদস্য ইউডিসিসি (সকল)।

 

 

 

মোঃ মশিউর রহমান ভূঞা (লিটন)

সভাপতি

চেয়ারম্যান, ১১নং চিরাং ইউপি

কেন্দুয়া, নেত্রকোণা।

 

 

 

 

 

 

 

 

পরিশিষ্ট-(ক)ঃ উপস্থিত সদস্যবৃন্দ

 

ক্রমিক নং

নাম

পদবী

মন্তব্য

জনাব মশিউর রহমান ভূঞা (লিটন)

১১নং চিরাং ইউপি চেয়ারম্যান

 

বজলুর রহমান

ইউপি সদস্য ১নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

শহিদুল ইসলাম

ইউপি সদস্য ২নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

রিয়াজ উদ্দিন খান

ইউপি সদস্য ৩নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

মুখলেছ মিয়া

ইউপি সদস্য ৪নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

আবু তাহের

ইউপি সদস্য ৫নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

আনোয়ার হোসেন

ইউপি সদস্য ৬নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

শেখর বিশ্বাস

ইউপি সদস্য ৭নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

এমদাদুল হক

ইউপি সদস্য ৮নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

১০

মোশারফ খন্দকার

ইউপি সদস্য ৯নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

১১

জনাবা মিনা পারভীন

ইউপি সদস্য ১০নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

১২

জনাবা মাজেদা আক্তার

ইউপি সদস্য ১১নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

১৩

জানাবা আঞ্জুরা আক্তার

ইউপি সদস্য ১১নং ওয়ার্ড ও সভাপতি স্থায়ী কমিটি

 

১৪

জনাব মুশিফুর রহমান

উপসহকারী কৃষি কর্মকর্তা

 

১৫

জনাব সুলতান উদ্দিন

দলনেতা আনসার ভিডিপি

 

১৬

জনাব নূরম্নল ইসলাম

ভেটেনারী ফিল্ড এসিসটেন্ট

 

১৭

জনাব আঃ হামিদ শাহ

টিউবওয়েল মেকানিক, জনস্বাস্থ্য

 

১৮

জনাব মজলুর রহমান

কমিউনিটি অর্গানাইজার

 

১৯

জাহানারা রোজী

মহিলা প্রতিনিধি

 

২০

জনাব হুমায়ুন কবির খান (রতন)

ইমাম প্রতিনিধি

 

২১

জনাব আনিছুল হক জ্যোতি

ব্যবসায়ী প্রতিনিধি

 

২২

জনাব হারেছ উদ্দিন

মাঠ সংগঠক বি.আর.ডি.বি

 

২৩

পলাশ কুমার ধর

পরিবার পরিকল্পনা পরিদর্শক

 

২৪

জনাব মনিরম্নল ইসলাম (রিপন)

ক্লাব প্রতিনিধি

 

২৫

মোঃ শহীদুলস্নাহ

উদ্যোক্তা

 

২৬

মোঃ হাবিবুর রহমান

ইউপি সচিব

 

 

মোঃ মশিউর রহমান ভূঞা (লিটন)

সভাপতি

চেয়ারম্যান, ১১নং চিরাং ইউপি

কেন্দুয়া, নেত্রকোণা।