Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনী রঞ্জন সরকারের বাড়ী
বিস্তারিত

অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী, কলিকাতা কর্পোরেশনের এককালীন মেয়র ও হিন্দস্থান জীবন বীমা কোম্পানীর মালিক নলিনী রঞ্জন সরকার এর পৈত্রিক নিবাস।

ঐতিহাসিক এ বাড়িটি ফেলে রেখে স্বাধীনতা যুদ্ধের অনেক আগেই ভারতে চলে যান নলিনী রঞ্জন সরকার ও তার সহোদরগণ। কেন্দুয়া নিজ গ্রামে ফেলে রেখে যান প্রায় ৩শ ৫০ একর ফসলি জমি সহ কোটি কোটি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ। স্বাধীনতার আগে ও পরে সমস্ত সম্পদ সরকারী অর্পিত সম্পতি হিসাবে ঘোষণা করা হয়।