১. পীরে কামেল সূফী সাধক আশেকে রাসূল হযরত মাওলানা
শেখ মোহাম্মদ রুহুল আমীন সুন্নী আল-কাদরী (রঃ)
পিতার নামঃ হযরত মাওলানা ইসলাম উদ্দিন (রঃ)
মাতার নামঃ মোছাম্মদ জুবেদা খাতুন ।
গ্রামঃ চংনোয়াগাঁও, ওর্য়াড নং-(৪)
ডাকঘরঃ চিরাং বাজার,
উপজেলাঃ কেন্দয়া,
জেলাঃ নেত্রকোণা
২. জন্মঃ ১৮ই জানুয়ারী ১৯৩২ ইংরেজী(৫ই মাঘ ১৩৩৯ বাংলা,রোজ-রবিবার)
৩. শিক্ষাগত যোগ্যেতাঃ- আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস।
৪. চাকুরীর অভিজ্ঞতা (র্সাভিস রেকর্ড)
পদের নাম | প্রতিষ্ঠানের নাম | যোগদানের তারিখ | পরিত্যাগের তারিখ | চাকুরীর মেয়াদ |
তত্ত্ববধায়ক | কালিগঞ্জ জুনিয়র মাদ্রাসা, কালিগঞ্জ,ময়মনসিংহ | ১০/৯/৬১ ইং | ১০/৮/৬৩ ইং | ২ বছর |
৫ম মাওলানা | ভরাপাড়া সিনিয়র মাদ্রাসা, পোঃ বিদ্যাবলস্নভ, ময়মনসিংহ | ১/৯/৬৩ ইং | ২৬/৮/৬৮ ইং | ৫ বছর |
তত্ত্ববধায়ক | নোয়াবন্দ জুনিয়র মাদ্রাসা, পোঃ বাকলজোড়া, ময়মনসিংহ, | ৫/৯/৬৮ ইং | ২৮/৮/৭০ ইং | ২ বছর |
তৃতীয় মাওলানা | নিভিয়া খাটা সিনিয়র মাদ্রাসা, পোঃ নিভিয়া খাটা, ময়মনসিংহ, | ২/১/৭৩ ইং | ২৭/৮/৭৭ ইং | ৫ বছর |
হেড মাওলানা | কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা, পোঃ কে. কল্যাণপুর,ময়মনসিংহ, | ১/৯/৭৭ ইং | ১০/১/৮৪ ইং | ৭ বছর |
৫. বৈবাহিক অবস্থাঃ
২৭ শে জানুয়ারী ১৯৬২ ইংরেজী সালে দেওপাড়া গ্রামের হাজী মাওলানা হাবিবুর সাহেব এর বড় কন্যা মোছাঃ আছিয়া বেগম কে ইসলাম ধর্মের আইন অনুযায়ী কাবিন মূলে মুসলিম রেজিষ্টারের মাধ্যামে বিবাহ কাজ সম্পন্ন করা হয়।
৬. কিতাব রচনা শুরম্নঃ
১৯৫৯ ইংরেজী সাল থেকে তিনি কিতাব রচনার কাজে লাগিয়ে গেলেন।
৭. প্রকাশিত কিতাব সমূহঃ
(ক) শাফিয়ে মাহশার বা নিদানের ত্রানতরী
(খ) আল ঈমানু - প্রথম খন্ড
(গ) ‘‘আল্ কলিমাতু ত্তোয়্যেবাতু’’[দ্বিতীয় খন্ড}
(ঘ) আদম আলস্নাহর অনুরূপ।
(ঙ) ঈমান রত্ন
(চ) ‘‘তোহ্ফাতুল ফায়েযীনে’’[প্রথম খন্ড]
৮. অপ্রকাশিত কিতাব সমূহঃ
(ক) ধর্মের আড়ালে প্রবঞ্চক ;
(খ) প্রতারণার জবাবে ;
(গ) জানাজার নামাজের পর দোয়া প্রসঙ্গে ফৎয়া ;
(ঘ) মীলাদে নাবীয়্যে উজিম ;
(ঙ) আল-ঈমানু [দ্বিতীয় খন্ড]
(চ) মর্যাদা প্রদান ;
(ছ) তোহফাতুল ফায়েযীন -২য় খন্ড/
(জ) তোহফাতুল ফায়েযীন -৩য় খন্ড/
(ঝ) নিস্পাপি কঁ’রা ?
(ঞ) ‘‘আল কলিমাতু ত্তোয়্যেবাতু [২য় খন্ড]
(ট) তরিকত দর্পন - প্রথম খন্ড ।
(ঠ) শামে মোস্তুফা (সাঃ) গজল।
(ড) আল গাউছু ;
(ঢ) নুরানী ওয়াজিফা।
(ণ) দাসত্বের কোরানী রোটিন ;
(ত) শুহাদায়ে কারবালা বা নয়ণ মণি হাসান হোসাইন [রাঃ]
বি:দ্র: যদি কোন ব্যক্তি অপ্রকাশিত বই সমূহ হইতে কোন ১টি বই প্রকাশক করিতে চান, তবে নিমণ ঠিকানা অথবা মোবাইল যোগে যোগাযোগ করেন।
৯. দরবার শরীফ প্রতিষ্ঠাঃ
বাবা জান নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহনের পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা দানে নিয়জিত হন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফতের জ্ঞান লাভ করেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে লোক এসে বাবা জানের নিকট বায়াত গ্রহন করে। ১৯৮০/১৯৮১ সালে তিনি চক্ বাট্টা গ্রামে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। কিন্তু দরবার শরীফের জায়গার বিশেষ অসুবিধার কারনে সেখান থেকে স্থান পরিবর্তন করে ১৯৯২ সালে বর্তমান স্থানে মাহ্বুবিয়া দরবার শরীফ নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। উক্ত দরবার শরীফে প্রায় ৮০ শতক জায়গায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ্ ও মাজার শরীফের জন্য ওয়াক্ফ করা হয়েছে।
উক্ত দরবার শরীফের উনুষ্ঠান সমূহ:-
বার্ষিক ওয়াজ মাহ্ফিল :-৫-ই মাঘ, যাহা জন্মদিনে পালিত হয়।
বার্ষিক উরস মাহ্ফিল:-১৪-ই জৈষ্ঠ, যাহা ইন্তেকাল দিবসে পালিত হয়।
এছাড়া প্রত্যেক চাঁদের ১১-তারিখ, শবে বরাত,শবে মেরাজ, শবে ক্বদর , ফাতেহায়ে ইয়াজ দাহম এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী [সা:] উযাপন উপলক্ষ কোরআন তিলাওয়াত, আলোচনা , জিকির, দুরূদ শরীফ, মিলাদ ক্বিয়াম এর মাধ্যমে আখেরী মোনাজাত।
ইন্তেকাল
১৪-ই জৈষ্ঠ-১৪০৫ বাংলা
২৮-শে মে-১৯৯৮ ইংরেজী
১-লা সফর-১৪১৯ হিজরী
রোজ :- বৃহ: বার
সময়: ৩-টা-৪৫ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্নালিলস্নাহী ওয়া ইন্না ইলাইহী রাজীঊন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস