১১নং চিরাং ইউনিয়নে পাটের সোনালী আঁশ (পাট) প্রচুর উৎপাদন করা হয়। যা বাংলার গৌরব সোনালী আঁশ (পাট) পৃথিবীর অনেক দেশে রপ্তানী করা হয়। পাট আমাদের চিরাং ইউনিয়নের অহংকার বর্ষা কালের মোদের প্রিয় ফসল হচ্ছে পাট । পাটের বিকাশ আর বাংলার বিকাশ একসময় একই অর্থ বহনকরত, এখন ও আছে, বাংলাদেশের পাট বিশ্বমানের, বাংলাদেশের পাটশিল্পের অভিজ্ঞতা শতবর্ষ পুরোনো, বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জিনকোড আবিষ্কারের কৃতিত্বও দেখিয়েছেন। অথচ সেই বাংলাদেশেই পাট এক বিড়ম্বনা ও লোকসানের অপর নাম হয়ে আছে। পাটের বিকাশের গোড়া কৃষকের হাতে, অত্র ইউনিয়নে অর্থকরী ফসলের মধ্যে ধানের পরেই পাটের অবস্থান। কেননা এই ইউনিয়নের উচু ভুমির ব্যাপক একটা অংশে দেশী ও তোষা পাটের চাষ হয় এবং ভাল ফলন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস