Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী ও খাল-বিল

নেত্রকোণা জেলা নদী ও হাওড় বেষ্টিত । সেই রেশ ধরে চিরাং ইউনিয়নেও বেশ কয়েকটি নদী রয়েছে। এরা বুকচিড়ে বয়ে চর্তুদিক হতে উপজেলাগুলিকে জড়িয়ে আছে বিভিন্ন নদী ও হাওড় । এ বিস্তীর্ণ জলরাশি দিয়ে প্রতিদিন শতশত কার্গো, ট্রলার যোগাযোগে পাথর, কয়লা, বালু সারা দেশেরপ্তানি হয়ে থাকে এবং নদী নিয়ে প্রতিদিন লঞ্চ বিভিন্ন জায়গায় চলাচল করে।

 

কেন্দুয়ার উল্লেখযোগ্য নদী ও খালগুলোর মধ্যে-

নদীঃ

        ১) পাটেশ্বরী নদী ২) সুতী সাইটুলী নদী ৩) কইজানী সিংগুয়া নদী ও ৪) পাটকুড়া নদী।

বিলঃ

       ১) কালিয়ান বিল ২) বগাজান বিল ৩) মাসকা বিল ৪) পাইকুড়া বিল ৫) হোসেনগর বিল ৬) ভোগিয়া বিল ৭) মোজাফরপুর বিল।

খালঃ

        ১) রাজী খাল ২) বাট্টা খাল ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে এই সব নদীর পানি দ্বারা সেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদী ও খালগুলোতে বিভিন্ন  

     প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়।

নেত্রকোণা জেলার উপর দিয়ে প্রবাহিত বিশেষ নদীর তথ্য

ক্রমিক নং

উপজেলার নাম

নদীর নাম

উৎপত্তিস্থল

দৈর্ঘ্য

০১.

নেত্রকোণা, আটপাড়া, পূর্বধলা

মগড়া

সুয়াই

৩৫.০০ কিঃ মিঃ

০২.

আটপাড়া, নেত্রকোণা, কেন্দুয়া

ধনাই খালী

কংশ হইতে চিনাই

৩৫.০০ কিঃ মিঃ

০৩.

কলমাকান্দা

উপদাখালী

অত্রাইখালী, ধনু নদী

২০.০০ কিঃ মিঃ

০৪.

বারহাট্টা, পূর্বধলা, মোহনগঞ্জ

কংশ

ভোগাই কংশ

৭০.০০ কিঃ মিঃ

০৫.

খালিয়াজুরী

ধনু নদী

জামালগঞ্জ, সুনামগঞ্জ

৩০.০০ কিঃ মিঃ

০৬.

মদন

সাইডুলি

পূর্বধলা

৪০.০০ কিঃ মিঃ

০৭.

পূর্বধলা                          

সুয়াই

পুরাতন ব্রহ্মপুত্র

২৫.০০ কিঃ মিঃ

০৮.

দূর্গাপুর

সোমেশ্বরী

বিজয়পুর

২০.০০ কিঃ মিঃ

০৯.

দূর্গাপুর-পূর্বধলা

ঢালা নদী

দূর্গাপুর

১৫.০০ কিঃ মিঃ

১০.

দূর্গাপুর

নিতাই

দূর্গাপুর

১২.০০ কিঃ মিঃ