Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১১নং চিরাং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে এখন সরকারী জীবন বীমা সম্বন্ধে জানতে মানুষের ভীড়।
বিস্তারিত

আজ সন্ধায় আমাদের জীবন বীমা কর্পোরেশ এর ডেভেলপ্টমেন্ট ইনচার্জ জনাব আনোয়ার হোসেন সাহেব আমার কেন্দ্রে অনেক লোককে বীমা সম্বন্ধে ধারণা দেন। এতে জনগণ সহজে বুঝতে পারে যে সরকারী জীবন বীমা করলে অনেক সুযোগ সুবিধা আছে। তাই অনেক লোক রাজি হন যে বীমা করবে। আস্তে আস্তে সরকারী জীবন বীমা সম্পর্কে জানতে পেরে জনগণ অনেক আগ্রহী হচ্ছে বীমা পলিসি করতে। আমি জনগণকে সুন্দরভাবে বুঝিয়ে বলি যে সরকারী জীবন বীমা আর বেসরকারী জীবন বীমা এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যেভাবে কথা বলব তা সঠিক দলিল থাকবে। এর মধ্যে একজন লোক বলে যে আমি একটি ইন্সুরেন্সে বীমা করেছিলাম তখন আমাকে যেভাবে কথা দিয়েছিল সেভাবে কথার কোন সঠিক নেই। তাই আমি সরকারী জীবন বীমাতে একটি পলিসি করব। বীমা করতে এখন অনেকই ভয় পায়। কারণ কিছু কর্মীদের কারণে আজ আমাদের বাংলাদেশে বীমা পরিস্থিতি এই অবস্থা। আশা করি আমরা উদ্যোক্তারা সরকারী জীবন বীমাতে জনগণকে বীমা পলিসি করিয়ে প্রমাণ করব যে আমরা যা বলি তা করি।মোঃ শহীদুল্লাহ উদ্যোক্তা ১১নং চিরাং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র,কেন্দুয়া, নেত্রকোণা। ০১৭২০-০৩৩৯২১

ছবি
ডাউনলোড