দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি), পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি), এবং সিটি তথ্য ও সেবাকেন্দ্রের (সিআইএসসি), সাধারণ মানুষেরা মোবাইল কর্মাস সেবা পাবে। এ উদ্যোগে অর্থায়ন করবে স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউএসএইড । প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের এবং মোবইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল এ প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় তিন হাজার ইউআইএসসি, পিআইএসসি, এবং সিআইএসসি এ সুবিধা চালু হবে। প্রথম পর্যায়ে পাঁচটি জেলায় এ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই এবং এয়ারটেলের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর সই হয়েছে।এতে এটুআই পকল্পের পরিচালক কবির বিন আনোয়ার এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের বিপনন প্রধান রুবাবা দৌলা চুক্তিতে সই করেন। এ সময় স্থানীয় সরকার অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হক, এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশ এলাকার সাধারণ মানুষ এয়ারটেলের মাধ্যমে মোবাইল ব্যাংকিং করতে পারবেন। এয়ারটেল সিম বিক্রি, এয়ারটাইম বিক্রি ইত্যাদি করতে পারবেন ইউআইএসসি, পিআইএসসি, এবং সিআইএসসি উদ্যোক্তারা। এতে উদ্যোক্তারাও কমিশন পাবেন। উদ্যোক্তারা প্রতিটি সিমকার্ড বিক্রির জন্য ৭৫ টাকা এবং এয়ারটাইমের জন্য ২.৭৫ শতাংশ হারে কমিশন পাবেন। এ কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগ, এটুআই প্রকল্পের তথ্য ও সেবাকেন্দ্র বাছাই, নিরাপত্তা্ প্রদা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সার্বিক সমন্বয়ের কাজ করবে। [তথ্য প্রথম আলো]