ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার সেরা ডিজিটাল সেন্টার হিসেবে পুরষ্কার পেল কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন ডিজিটাল সেন্টার। গত ২৪ ফেব্রুয়ারী নেত্রকোণা জেলা সদরের পুরাতন কালেক্টর মাঠে মেলায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ শেখ ইউসুফ হারুন চিরাং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ শহীদুল্লাহর হাতে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ডঃ তরুণ কান্তি শিকদার। মেলায় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার শেষ্ঠ ডিজিটাল সেন্টার হিসেবে চিরাং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ শহীদুল্লাহ সেরা সম্মাননা পাওয়ায় তাকে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে আরো ব্যাপকভাবে মনোনিবেশ করার আহবানসহ অভিনন্দন জানিয়েছেন চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ভূঞা (লিটন), কেন্দুয়া প্রেস ক্লাবের দুইবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সমকাল পত্রিকারপ্রতিনিধি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার আজাদ ও চিরাং বাজার আনন্দ স্কুলের শিক্ষিকা অপু রানী বিশ্বাস। নেত্রকোণা জেলার সেরা ডিজিটাল সেন্টার হিসেবে পুরষ্কার পেল কেন্দুয়ার চিরাং ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস