ভূমিকাঃ কেন্দুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চিরাং ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ চিরাং ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ১১নং ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ২১.০১৪ (বর্গকিঃমিঃ) / (৫১৯৫ একর)
গ) লোকসংখ্যা– ২১,৬৬২ জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১৫টি।
ঙ) মৌজার সংখ্যা– ১৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা–২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা।
জ) শিক্ষারহার– ৩৬.৪%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৮ টি,
উচ্চবিদ্যালয়ঃ ১ টি,
মাদ্রাসা- ০৫ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মশিউর রহমান ভূইয়া লিটন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান–নাই।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ২০০৪ ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ১৪-০৮-২০১১ ইং
২) প্রথম সভার তারিখ– ১৭-০৮-২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ– ১৬-০৮-২০১৬ ইং
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS